কর্পোরেট রিপোর্ট : প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে ৭০১ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সর্বশেষ উপাত্ত থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই তথ্য-উপাত্ত থেকে আরও জানা গেছে, প্রবাসী বাংলাদেশিরা বেসরকারি ব্যাংক ব্যবহার করে সর্বোচ্চ ৪৮৮ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে একসাথে মোট ১৯৮ দশমিক ৮০ মিলিয়ন ডলার দেশে আসে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৭ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। অন্যদিকে, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৭ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক-এর মাধ্যমে ৭৮ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে সর্বোচ্চ ১৫৮ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন