স্টাফ রিপোর্টার : চলতি বছর জনশক্তি রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। নতুন শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮১ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে। জনশক্তি রফতানি গত বছরের চেয়ে এ বছর অনেক বাড়বে। গতকাল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার তার দপ্তরে নবগঠিত জার্নালিস্ট’স ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। প্রবাসী সচিব বেগম শামছুন নাহার নবগঠিত জেএফএমের কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমবাজার সম্প্রসারণে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। প্রবাসী সচিব বলেন, বিদেশ গমনেচ্ছু কর্র্মীদের সুবিধার্থে বিভিন্ন জেলায় ছাড়পত্র ও স্মার্ট কার্ড ইস্যু করা হচ্ছে।
জেএফএমের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হক, শামসুল ইসলাম, মঞ্জুর-এ-আজিজ, সাজ্জাদ হোসেন, রফিক মজুমদার, মঞ্জুরুল ইসলাম, রেজা মাহমুদ ও এস এম মামুন হোসেন। প্রবাসী সচিব বেগম শামছুন নাহার বলেন, সউদী আরবে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রফতানি বাড়ছে। মালয়েশিয়ায়ও জনশক্তি রফতানি শুরু হয়ে গেছে। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের অনুমোদন দেয়া হচ্ছে। দেশটিতে শিগগিরই কর্মী যাওয়া শুরু হবে বলেও সচিব আশাবাদ ব্যাক্ত করেন। বিএমইটির মহাপরিচালক সেলিম রেজাও নবগঠিত জেএফএমের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে জনশক্তি রফতানির ক্ষেত্রে সাংবাদিকদের প্রয়োজনীয় ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন