রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুর্গম চরাঞ্চলে মাদকের হাট

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মেছড়া, গোটিয়া, রূপসা, গোবিন্দপুর এবং নাটুয়ারপাড়া, তোকানী, জজিরা, ডিগ্রীদরতা, চরগিরিশ, রঘুনাথপুর, কুমারিয়াবাড়ী, শালগ্রাম ও ছিন্না চরাঞ্চলে ব্যাপকভাবে মাদকদ্রব্যের প্রসার ঘটেছে। যাতায়াত ব্যবস্থা সহজ সাধ্য না হওয়ার কারণে একটি সংঘবদ্ধ চক্র গত ১০-১২ বছর যাবৎ চরাঞ্চলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে তরুণ ও যুব সমাজ দারুণভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মনোহারী দোকান ও প্রভাবশালীর বাড়ি বাড়ি থেকে মাদকদ্রব্য বিক্রি হয়। এলাকাবাসীর অভিযোগ এসব চরসহ পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষ শত বছর যাবৎ বসবাস করছেন। কৃষিপণ্যের মধ্যে ধান, পাট, তিল, বাদাম, ভুট্টা ও মচির ব্যাপকভাবে চাষ হয়। চরের ৮টি ইউনিয়নে প্রায় এক লাখ লোকের বসবাস। একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ ছিল। কিন্তু গত ১০-১২ বছর যাবৎ ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ নানা মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা শুরু হওয়ায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্ম সংঘটিত হচ্ছে। যারা মাদকদ্রব্যের বেচাকেনার সাথে জড়িত তারা প্রভাবশালী হওয়ায় তাদের কেউ কিছু বলার সাহস পায় না। সিরাজগঞ্জ থানা ও কাজিপুর থানা থেকে ১৮/২০ কিলোমিটার দূরে এবং প্রায় ১০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুলিশের যাতায়াত করা সময়সাপেক্ষ ব্যাপার হওয়ায় অবাধে এই ব্যবসা চলছে। কাজিপুরের নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান চাঁন-এর সত্যতা স্বীকার করেন। এলাকাবাসী মাদকদ্রব্য বেচাকেনা বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন