রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাজবাড়ীতে অবস্থান ধর্মঘটে পুরুষ নির্যাতন প্রতিরোধে আইনের দাবি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ডেপুটি রিজিওনাল ম্যানেজার পদে চাকরি করতেন পাবনার সুজানগর উপজেলার রায়পুর ক্ষেতুপাড়া গ্রামের রজব আলীর ছেলে আতাউর রহমান খান। এক প্রতারক নারীকে বিয়ে করে এখন তিনি নিঃস্ব। প্রতারক স্ত্রীর প্রতারণায় খুইয়েছেন ২৫ লাখ টাকা। এরপর টাকা ও গহনা ফেরত চাওয়ার অপরাধে গুন্ডাবাহিনী ও পুলিশ দিয়ে পিটিয়ে তাকে কারাগারে পাঠান হয়। দায়ের করা হয় একের একের পর মামলা। কারাগারে ১২৬ দিন বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জামিনে। তবে তিনটি মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে ক’দিন যেতে না যেতেই। কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৬ সালের ২০ এপ্রিল তার পিতার মৃত্যু হয়। পিতা রজব আলী খান ছিলেন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। জন্মদাতা পিতা, চাকরী বাকরী, সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব আতাউর এখন পথে পথে ঘুরছেন। বিভিন্ন জনবহুল স্থানে করছেন অবস্থান ধর্মঘট। এ দাবিতে আতাউর গতকাল রোববার সকালে ব্যানার টাঙিয়ে অবস্থান ধর্মঘট করেন রাজবাড়ী প্রেসক্লাবের সামনে। আতাউর রহমানের দাবি, দেশে নারী নির্যাতন আইন রয়েছে। রয়েছে এর ব্যাপক অপব্যবহার। এই অপব্যহারের কবল হতে মুক্তির লক্ষ্যে চাই পুরুষ নির্যাতন আইন। একইসাথে তিনি প্রতারক স্ত্রীর দায়ের করা মামলা হতে মুক্তি চান। ফেরত চান শেষ সম্বল হিসেবে বিক্রি করা জমি ও চাকরীস্থল হতে পাওয়া নগদ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন