বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ফরম পূরণ বাবদ সরকারি ফি ২ হাজার ৬২৫ টাকার স্থলে আদায় করা হয়েছে ৫ হাজার ৮৪৫ টাকা। প্রতি ছাত্রের কাছ থেকে অফিস আদায় করছে ৪ হাজার ৬৪৫ টাকা। ডিপার্টমেন্ট থেকে ১ হাজার ২০০ টাকা নেয়া হলেও রসিদ দেয়া হচ্ছে ৪০০ টাকার। বিভিন্ন খাত দেখিয়ে ৫টি বিষয়ে ২৮০ জন ছাত্রের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। বিপুল পরিমাণ টাকা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, অফিস ও শিক্ষকদের মাঝে ভাগবাটোয়ারা করে নেয়ার পাঁয়তারা চলছে। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা লিটন আরেফিন নামে এক ছাত্রকে মারধর করে। এ বিষয়ে অধ্যক্ষ বরজাহান আলীর সাথে মুঠোফোনে ০১৭১৫-৩৭৮০৩৩ যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন