রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উল্লাপাড়ায় নামমাত্র ভাড়ায় রোগী বন্ধু অ্যাম্বুলেন্স

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উপজেলা সদরে হাসপাতালে নেয়ার জন্য চালু হচ্ছে রোগী বন্ধু অ্যাম্বুলেন্স। নামমাত্র ভাড়া পরিশোধ করে গ্রামের বাড়ি থেকে দিন রাতের যে কোন সময় রোগী নিয়ে এই বিশেষ অ্যাম্বুলেন্স পৌঁছে দিবে হাসপাতালে। উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে সাধারণ মানুষের জন্য নতুন এই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে ইউনিয়ন পরিষদ। এলজিএসপি-২ অর্থায়নে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দুটি অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। বিদ্যুতিক চার্জে চলা এই দুটি অ্যাম্বুলেন্স মঙ্গলবার রাতে উল্লাপাড়া উন্নয়ন মেলায় এর চালকদের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেন তানভীর ইমাম এমপি। জানা যায়, চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত পল্লী উধুনিয়া ইউনিয়ন উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। রাস্তাঘাট বিপর্যন্ত থাকায় এ অঞ্চলের সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লে কোন অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায় না। এতে অনেক সময় রোগীরা হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। কাউকে মোটরসাইকেল কিংবা বিশেষভাবে হাসপাতালে নেয়া গেলেও গর্ভবর্তী এবং বয়োবৃদ্ধদের বেলায় ঘটে এর ব্যতিক্রম। এসব কথা চিন্তা করে উধুনিয়া ইউয়িন পরিষদ এলজিএসপি-২ প্রকল্পের অধীন ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে দুটি বিশেষ ধরনের অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেয়া হয়। বিদ্যুতিক চার্জের দ্বারা চলবে এই অ্যাম্বুলেন্স। এর নাম দেয়া হয়েছে রোগী বন্ধু। ডিজিটাল অটোবাইকের আদলে তৈরি এই অ্যাম্বুলেন্স গ্রামের মেঠো রাস্তা ধরে সাইরেন বাজিয়ে সহজেই রোগী নিয়ে দ্রুত হাসপাতালে আসতে পারবে। অ্যাম্বুলেন্সের মতো যাবতীয় সুবিধা রয়েছে এই রোগী বন্ধু অ্যাম্বুলেন্সে। সময় উপযোগী এই অ্যাম্বুলেন্স সার্ভিস প্রত্যন্ত গ্রাম জনপদের মানুষের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখবে। উধুনিয়া ইউয়িনের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, তার এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় রোগী পরিবহনের জন্য এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। অ্যাম্বুলেন্স দুটি পরিষদের তত্ত্বাবধানেই রাখা হবে। তবে এটি পরিচালনার জন্য আফছার আলী ও সেলিম উদ্দিন নামে দু’জন চাকের কাছে দেয়া হয়েছে। তারা জরুরি রোগীদের কাছ থেকে সেবার বিপরীতে নামমাত্র পরিবহন ভাড়া নিয়ে যে কোন সময় হাসপাতালে পৌঁছে দেবে। এই বিশেষ অ্যাম্বুলেন্স দুটি পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করলে সাধারণ মানুষ কৌতূহলের চোখে তা এক পলক দেখার জন্য ভিড় জমায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন