বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমিতে সাইনবোর্ড স্থাপনে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপে উত্তেজনা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিতে সাইনবোর্ড স্থাপনে বাধা দেয়াকে কেন্দ্র করে আবাসন প্রকল্পের দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। উভয়পক্ষই লাঠিসোটা নিয়ে মুখোমুখী হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবেড় এলাকার বসুকুঞ্জ ও প্রিয় প্রাঙ্গন নামে দুটি আবাসন প্রকল্প রয়েছে। ওই দুটি আবাসন প্রকল্প এলাকায় জমি ক্রয় করে  বেশ কিছু জমি বালু ভরাট করেছে। রোববার দুপুরে প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্পের লোকজন বেশ কয়েকটি জমিতে তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করতে গেলে বসুকুঞ্জ আবাসন প্রকল্পের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্পের চেয়ারম্যান বলেন, তারা  বৈধভাবে জমি ক্রয় করেছেন। ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করতে গেলে বসুকুঞ্জ আবাসন প্রকল্পের পালিত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান করে। বসুকুঞ্জ আবাসন প্রকল্পের চেয়ারম্যান কামাল হোসেন ৫ বিঘা জমি ক্রয় করে ৬০ বিঘা জমির মালিক দাবি করে। এছাড়া নিরীহ কৃষকদের জমিও না কিনে বালু ভরাট করে ফেলেছে। বসুকুঞ্জ আবাসন প্রকল্পের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমার বালু ভরাটকৃত জমিতে প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্পের লোকজন জোরপুর্বক সাইনবোর্ড স্থাপন করছে। আমি এ ব্যপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, জমিতে সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন