শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক বিক্রেতার ভয়ে আতঙ্কিত গোয়ালপাড়াবাসী

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে মাদক সম্রাট শফির কাছে এলাকাবাসি জিম্মি। শফি তার বাহিনীর মাধ্যমে গোয়ালপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারীভাবে দীর্ঘদিন ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে। শফির ভয়ে এলাকাবাসি কোন ধরনের প্রতিবাদ করতে পারে না। যদি কেউ তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করে তাহলে শফি তার বাহিনী দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে। শফি গোয়ালপাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে। শফির মা রাবেয়া বেগম আওয়ামী লীগের নেত্রী। শফির তার মায়ের প্রভার খাটিয়েই এ এসব কর্মকা- পরিচালনা করছে। শফি তার বাহিনীর মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এলাকাবাসির অভিযোগ, শফি তার এজেন্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় হাজার হাজার পিছ ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকেন। তার কাছে জি¤িী হয়ে পড়েছে গোয়ালপাড়াসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ। শফির ভয়ে এলাকাবাসি কোন প্রতিবাদ করতে সাহস পায় না। তার প্রায় ১শ’ এজেন্ট রয়েছে যাদের কাজ হলো উপজেলার বিভিন্ন মাদক পাইকারী ও খুচরা বিক্রি করা। এ সপ্তাহে দ্ইু-একবার তার বাড়িতে তার বাড়িতে খারাপ মেয়ে নিয়ে এসে নাচ-গানের আযোজন করা হয়। ঢাকা থেকে খারাপ মেয়ে নিয়ে এসে ফুর্তি ও নাচগানের আয়োজন করা হয়। শফিকের দম্ভ পুলিশ তার হাতের পকেটে। সে পুলিশকে মোটা অংকের মাসোয়ারা দিয়েই তার মাদক ব্যবসা পরিচালনা করছে। বেশকয়েকবার পুলিশ শফিকে গ্রেফতার করলেও মোটা অংকের টাকা বিনিময়ে সে ছাড়া পেয়ে যায়। মাদক ব্যবসা করে তার মাসিক আয় ১০ লাখ টাকা। শফি বিভিন্ন স্কুল-কলেজের ছেলেদের দিয়ে মাদক বিক্রি ও সেবন করানো হয়। এক প্রকার এলাকাবাসিকে জীম্মি করইে শফি তার মদক ব্যবসা পরিচালনা করছে। এলাকাবাসি আরো জানায়, যুবসমাজ রক্ষার্থে শফিসহ সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কঠিন সাজা দেয়া হক। শফি হচ্ছে সমাজের কালসাপ, কালসাপ না মারতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবয়সী ব্যক্তি জানান, প্রতিদিন এলাকাতে নতুন নতুন মানুষ দেখা যায়। প্রতিদিন শফির বাড়িতে মাদকের আসর জমে উঠে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ সকল কর্মকা-ে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন