সিলেট অফিস : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের মিছিলে সশস্ত্র বাধা দিয়েছে ছাত্রলীগ। এ নিয়ে সংগঠন দু’টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সোমবার সকালে প্রথমে সিলেট সরকারি কলেজে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে পার্শ্ববর্তী এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে রওয়ানা হয়। মিছিলটি সরকারি কলেজ ও এমসি কলেজের মাঝামাঝি আসার পর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও হোসাইন আহমদের নেতৃত্বে এমসি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানা বলেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সহায়তায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে।’ সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী জানান, ‘এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন