বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইয়াবাসহ গ্রেফতার

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠান (৩৫)-কে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটককৃত রেজাউল ইসলাম পাঠান একই শহরের আদর্শপাড়ার মৃত মমিন ম-লের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহবুল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, কোটচাঁদপুর আখ সেন্টার এলাকায় মাদক ও অস্ত্র- বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে আটক করে। এ সময় বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক, অস্ত্র ও স্বর্ণ কেনা-বেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন