শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাবিল

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রোহন (হৃতিক রোশন) একজন ডাবিং আর্টিস্ট। বয়স ৩১। সারাটা দিন কাটে স্টুডিওতে আর রাত বাসায়। আজকের এই জটিল দুনিয়াতে তার একমাত্র স্বপ্ন হলো স্বাভাবিক জীবনযাপন এবং এমন একজনকে খুঁজে পাওয়া যার সঙ্গে তার সুখের সংসার গড়বে। তার এই স্বপ্নপূরণ হয় যেদিন সে সুপ্রিয়ার (যামী গৌতম) দেখা পায়। অন্তত তাই ছিল তার ধারণা। সুপ্রিয়া মুক্তমনা আর স্থিরমস্তিষ্ক। রোহন তার সঙ্গে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে যায়। তার সততা আর সব কিছুতে আশাবাদী আচরণের কারণে সুপ্রিয়াও তার প্রেমে পড়ে যায়। দুজনই পরস্পরের মাঝে সুখ, আনন্দ আর ভালবাসার সন্ধান পায়। সুপ্রিয়া তার জীবনে পরিণত হয় এবং তার সুখই তার নিজের সুখের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তাদের জীবন যেন রূপকথার রাজ্যে পরিণত হয়। তারা দুজন তাদের প্রেম কি প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য বিয়ে করে। দুজনে মিলে তারা তাদের স্বপ্নের জগত গড়তে শুরু করে। তাদের বিশ্বাস তার দুনিয়াতে যা চায় তাই পেতে পারে। কিন্তু এমন এক দিন আসে সব বদলে যায়। এক দুঃখজনক ঘটনার পর রোহন একা হয়ে পড়ে। তার কৌত‚হলের জবাব খুঁজতে গিয়ে এক দুর্ভাগ্যজনক বাস্তবতার কথা জানতে পারে সে। আর সেই কারণেই সুপ্রিয়া তাকে ছেড়ে গেছে। যারা তার ক্ষতি করেছে যারা তার স্বপ্নকে ভেঙে দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেবার জন্য সব শক্তি নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে। কেউই তাকে রুখতে পারবে না এমনকি তার জন্মগত অন্ধত্বও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন