শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মাহমুদ আলীর

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সদ্য শপথ গ্রহণ করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লেখা এক অভিনন্দন বার্তায় এ আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে গত বুধবার টিলারসনকে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে আবুল হাসান মাহমুদ আলী বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতন্ত্র, সেক্যুলারিজম, আইনের শাসন ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। টিলারসনকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে আপনার সুবিধাজনক সময়ে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য, সাবেক দুই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও জন কেরিও বাংলাদেশ সফর করেছেন। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, এই দুটি দেশ কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন