শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নির্যাতনের তালিকায় এবার রাজস্ব কর্মচারী

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : তালতলীতে উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকা- ক্রমশ বাড়ছে। ইউএনও, ইউপি চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মোয়াজ্জেম, সাবেক ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা, দলিল লেখকের পর নির্যাতনের তালিকায় এবার যোগ হয়েছে একজন রাজস্ব কর্মচারী। গত ২৬ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল ১১টায় তালতলী বন্দরে কম্পিউটারে সরকারি কাজ করার সময় ভূমি অফিসের কর্মচারী জসিম উদ্দিনকে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ডেকে এনে প্রচ-ভাবে মারধর করা হয়। ঊর্ধ্ব-উলঙ্গ অবস্থায় তাকে সহকারী কমিশনার ভূমি চিকিৎসার জন্য বরগুনা পাঠানো হয়। তাদের অপর টার্গেট জনৈক আফাজ উদ্দিন তাদের ভয়ে আত্মগোপন করে আছে। ঘটনার বিবরণে জানা যায়, তালতলী উপজেলার তালতলী বাজারের অকৃষি খাস জমি ইজারা নিমিত্ত ২০০৫-০৬ সালে অস্থায়ী ভিটি কেস ১৪-আম নং মূলে তালতলী বন্দরের মেহের আলী হাওলাদারের পুত্র আফাজ উদ্দিন হাং এর নামে ১নং খতিয়ানের ৬৪২নং দাগের আধাশতক ভিটি ভূমি সরকার ইজারা প্রদান করেন। গত ৩০ মে ২০১৬ তারিখ ৭ হাজার ২শ ৪ টাকা সরকারি ফি আদায়পূর্বক ভূমি অফিসের প্রধান সহকারী মো. জসিম উদ্দিন ইজারা গ্রহীতা আফাজ উদ্দিনকে ডিসিআর প্রদান করেন। উল্লেখ্য, ৬৪২নং দাগের ভিটি ভূমি খ- উপজেলা চেয়ারম্যানের লক্ষ্যবস্তু হওয়ায় জসিম উদ্দিন ও আফাজ উদ্দিন তার টার্গেটে পরিণত হয়। ডিসিআর প্রদান ও গ্রহণ করাই হলো তাদের অপরাধ। ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকা-ের শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল আহমেদ, এসআই আঃ খালেক, ইউপি চেয়ারম্যান নাসির মোল্লা, সাবেক ইউপি সদস্য খবির হাওলাদার, সাবেক ছাত্র লীগের নেতা সুন্দর আলী গাজী সাবেক প্রধান শিক্ষককে, এনজিও কর্মীকে কান ধরে উঠবস ও মাটিতে থুথু ফেলিয়ে তা তাকে লেহন করানো, জহর আলীকে, নূর আলম, হুমায়ন স্টোরের মালিক হুমায়ুনকে এছাড়া অর্ধশত নিরীহ লোকজন তার হাতে লাঞ্ছিত হয়েছে তার হিসাব নেই। তার এসব কর্মকা-ের প্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন ও মামলা হলে সরকার তাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন। কিন্তু সপদে বহাল হয়ে পূর্বের ন্যায় নতুন উদ্যামে তার সন্ত্রাসী কর্মকা- শুরু করেছেন, যা দেখার কেউ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন