বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

র‌্যাবের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেকারি পণ্যে ভেজাল

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পচাবাসী এবং মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের উপকরণে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে তৈরী হচ্ছে বেকারি সামগ্রি। এসব ভেজাল খাবার খেয়ে লোকজন প্রায় পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এসব বেকারি পরিবেশ অত্যন্ত নোংরা এবং অপরিচ্ছন্ন। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হয় বিস্কুট, পাউরুটিসহ খাদ্যসামগ্রী। এলিট বাহিনী র‌্যাব নগরীর সদরঘাট থানা এলাকায় বেশ কয়েকটি বেকারিতে অভিযান চালিয়ে এমন ভেজালের কারবারের প্রমাণ পেয়েছে। এদের মধ্যে ছয়টি বেকারিকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই টানা ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন এএসপি সৈয়দ মোহসিনুল হক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান। সাথে ছিলেন বিএসটিআইর ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত। ভ্রাম্যমাণ আদালত ‘মেসার্স চট্টলা বেকারী’র ম্যানেজার সুনিল চন্দ্র দাশকে (৫০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ২৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করেন। একই এলাকার ‘মাহফুজুর রহমান বেকারী অ্যান্ড কনফেকশনারী’র মালিক মজিবুর রহমানকে (৫০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ২ লাখ টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ২৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। ‘মাষ্টার বেকারী এন্ড কনফেকশনারী’ এর ম্যানেজার তপন চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ২ লাখ টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ২৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার ‘প্যারাগন বেকারী এন্ড কনফেকশনারী’র ম্যানেজার রফিকুল ইসলামকে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ২৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। ‘বিউটিফুল অ্যান্ড সুপার বেকারী’র ম্যানেজার মোঃ সাহাব উদ্দিনকে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ১৯ ও ২৪ ধারা মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘প্রগতি বেকারী অ্যান্ড কনফেকশনারী’র মালিক মামুন রাজাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন আইন-২০০৩) এর ১৯ ও ২৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানাসহ সর্বমোট ১৩ লাখ টাকা জরিমান করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানান ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন