শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতার সোল থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার সোল থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন প্রায় আধা কেজি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
ওই যাত্রীর নাম আওলাদ হোসেন। তার বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন।
শুক্রবার সকালে কাস্টমস হাউসের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে।
সহকারী কমিশনার আহসান কবির জানান, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে বৃহস্প্রতিবার রাত ৯টার দিকে ঢাকা আসেন আওলাদ। বিমানবন্দরের গ্রিনচ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তল্লাশির একপর্যায়ে তার জুতার সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন