বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মাদক বিক্রির প্রতিবাদ করায় দোকান ভাঙচুর

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম পৌরসভার বৈরাগী বাজার নামক এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় মাদকসেবীরা এক যুবকের দোকানঘর ভাঙচুর করে সন্ত্রাসী তা-ব চালায়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে বৈরাগীর বাজার দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসআই আবু তালেব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ী রিপন ও লায়নকে ইয়াবাসহ ৪ দিন আগে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বৈরাগীর বাজারের কসমেটিক ব্যবসায়ী ও মাদক ব্যবসার প্রতিবাদকারী সেলিমকে সন্দেহ করে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জাহেদুল ইসলাম ও ইদুলের নেতৃত্বে ৮/৯ জনের মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি দল সেলিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বৈরাগীর বাজারে। ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন