বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লক্ষ্মীপুরে এক মাসে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জানুয়ারি মাসে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য, পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও পানিতে পড়াসহ বিভিন্ন ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন স্কুলছাত্রী ও দুজন শিশু রয়েছে। গত ৩১ জানুয়ারি জেলার কমলনগরের ১নং চর কালকিনি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাহমুদ উল্লাহ মাঝির বাড়িতে মো. কাউছার নামে দেড় বছরের একটি শিশুর পানিতে ডুবে মারা যায়। মো. কাউছার একই এলাকার মো. কামাল (২৩)-এর একমাত্র সন্তান। শিশুটির মা কাজে ব্যস্ত থাকাবস্থায় পানিতে ডুবে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে, বাড়ির লোকজন শিশুটির মরা লাশ পানিতে দেখতে পেয়ে উদ্ধার করে। গত ২৮ জানুয়ারি সদর উপজেলার শনিবার রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য সফিউল্যা সাবু (৫৫) নামের এক গৃহকর্তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালঙ্কার লুট করার সময় বাধা দিতে গেলে তারা তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার লক্ষ্মীপুরে পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার আঁখি আক্তার নামে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঁখি মজুপুর গ্রামের আব্দুস শহিদের মেয়ে। সে স্থানীয় আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ২৫ জানুয়ারি বুধবার রায়পুরে আবু তাহেরকে (৫৫) গলা কেটে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে পেলে দেওয়া হয়। ২৭ জানুয়ারি রাত ১১টার দক্ষিণ চরপাতা গ্রামের রেহান উদ্দিন জমাদার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রাবেয়া খাতুনকে (৩৫) আটক করে। নিহত আবু তাহের রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, বুধবার থেকে তাহের নিখোঁজ হন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও তাহেরের খোঁজ পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে রায়পুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করি। জিডি করার পর পুলিশ তদন্তে যায়। প্রাথমিক তদন্তে সন্দেহ হলে স্ত্রীকে আটক করে জিজ্ঞাসা করা হয়। এতে সহযোগীদের নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার দায় স্বীকার করেন রাবেয়া। পরে তার তথ্যমতে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাবেয়াকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।  গত ১৫ জানুয়ারি রোববার তেওয়ারীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এমরান হোসেন জুয়েল (১৬) ও শরীফ উদ্দিন (২৮) নামের দু’জন নিহত হয়েছে। নিহত এমরান তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নলডগি গ্রামের ইব্রাহীম ব্যাপারির ছেলে ও শরীফ একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লার ছেলে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ফরাশগঞ্জ গ্রামের রাস্তায় দু’দিক থেকে দু’টি মোটরসাইকেল আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী এমরান ছিটকে গিয়ে রাস্তার পড়ে গিয়ে ঘটানাস্থলেই তার নিহত হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শরিফকে ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন