বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাতিয়ায় ৩০ স্কুল প্রাঙ্গণে মানববন্ধন

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হাতিয়া (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : হাতিয়ায় ৩০টি হাই স্কুলের স্ব-স্ব প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকের উপর হামলা ও ছাত্রী নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় এ এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক বিদ্যালয়ের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাছান বলেন, গত ৩০ ডিসেম্বর সকালে স্কুলের গেইট হতে এএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নুরজাহান আকতার স্মৃতিকে অপহরণ ও শারীরিক নির্যাতনকারী আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণে প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি অবিলম্বে যথাযথ আইনি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। অপরদিকে ২৮ জানুয়ারি হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে কতিপয় সন্ত্রাসীরা রাস্তায় লাঞ্ছিত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে বাড়াবাড়ি করলে শিক্ষক কাজলকে প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ব্যাপারে হাতিয়া থানায় শিক্ষক ফখরুল ইসলাম কাজল বাদী হয়ে রিয়াজ উদ্দিন ও রাসেল উদ্দিনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোন আইনি কার্যকর ভূমিকা গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন