মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ও ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে পৃথক অগ্নিকান্ডে ১৫টি বসতঘর ভস্মীভূত হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী জানান, রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের হাসু ভূঁইয়াবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকার। ওই বাড়ির সিএনজি অটোরিকশা চালক কাজলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ে ছলিমুল্লাহ, ইব্রাহিম, ভাসানী, কাজল, ইউনুছ, আফি উদ্দিন, আবছার, খোকন, আয়ুবের ঘরসহ ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এদিকে একই সময়ে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকির হাটের পূর্ব পাশে মিজান মুন্সীবাড়িতে এক অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ের খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকা- দু’টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন