স্টাফ রিপোর্টার : রেজাউদ্দিন স্টালিন বাংলা কবিতার শক্তিমান কবি। কবিতার জন্য বাংলা একাডেমি, মাইকেল মধুসূদন, আনন্দ আলো, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পৃথিবীর অনেক ভাষায় তার কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে। তার গ্রন্থের সংখ্যা সত্তর। প্রতিবারের মতো এবারের বইমেলাতেও প্রকাশিত হয়েছে নানা বিষয়ে ১২টি গন্থ। ‘রেজাউদ্দিন স্টালিনের শ্রেষ্ঠ কবিতা’ প্রকাশ করেছে কবি প্রকাশনী, কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’ বেরিয়েছে কথা প্রকাশ থেকে, ‘কাঠ কয়লায় লেখা’ মূল্যায়নমূলক রচনা প্রকাশ করেছে দি রয়েল পাবলিকেশন্স, ‘দুঃসময়ের ইউলিসিস’ সাক্ষাৎকারমূলক গ্রন্থ প্রকাশ করেছে জয়তী পাবলিকেশন্স, কাব্যগ্রন্থ ‘অবুঝ জাদুঘর’ প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী, ‘জলচাষী’ ছড়াগ্রন্থ এবং রেজাউদ্দিন স্টালিনের কবিতাবিষয়ক গবেষণা গ্রন্থ ‘অসম্ভবের যাত্রী’ প্রকাশ করেছে সৃষ্টি প্রকাশনী, ‘দিব্যচোখে দেখছি’ নিবন্ধ গ্রন্থ প্রকাশ করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স ‘রেজাউদ্দিন স্টালিনের ১০০ কবিতা’ প্রকাশ করেছে রাইটার্স গিল্ড, মোরশেদ আলম সবুজ সম্পাদিত ‘বিকল্প বায়োডাটার কবি রেজাউদ্দিন স্টালিন’ প্রকাশ করেছে বাবুই প্রকাশনী, ‘নজরুলের আত্ম-নৈরাত্ম’ গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছে দি রয়েল পাবলিকেশন্স, এবং ‘ঝবষবপঃবফ চড়বসং ড়ভ জবুধঁফফরহ ঝঃধষরহ’ প্রকাশ করেছে কুঁড়েঘর প্রকাশনী। সবগুলো গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন মোস্তফিজ কারিগর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন