শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি  দেয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি এম আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মো. শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিস-এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। শফিকুল ইসলাম ১৯৯৭ থেকে ১৯৯৯ মেয়াদে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন