বিনোদন ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ববিতার বাসায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। ববিতা জানান, তার বাসার কাজের মেয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা আর গহনা সবমিলিয়ে ১০ লাখ টাকার মতো চুরি করে পালিয়েছে। তিনি জানান, পিংকি ও ইয়াসমিন নামে দুই গৃহকর্মী ৬ মাস ধরে তার বাসায় কাজ করছিলেন। চলতি মাসের এক তারিখ পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ী আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। এদিকে মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র বাসায় আর খুঁজে পাচ্ছেন না বলে জানান ববিতা। তিনি জানান, পরিকল্পিতভাবে মেয়ে দুটি আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে কদিন আগে। আমি তাদের গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন