রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রাবি

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : বছর জুড়ে মাছ চাষ করে দেশীয় উন্নয়ন সাধন ও মাঠ পর্যায়ে মৎস্য গবেষণায় দি¦গুণ লাভের মাধ্যমে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ অর্জনে নতুন পদক্ষেপ। দেশের উত্তরাঞ্চলে এর কার্যক্রম শুরু হচ্ছে। সফলতা পেলে দেশের সর্বত্র ছড়িয়েও দেয়া হবে প্রকল্পটি। ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট অব একুয়া কালচার ইন নর্থ ওয়েস্ট রিজন অব বাংলাদেশ আন্ডার ক্লাইমেট চেঞ্জ’ নামক এই প্রকল্পটি প্রথম দিকে বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফিশারিজ বিভাগে পুকুর নবায়ন অনুষ্ঠানে এই প্রকল্পটির উদ্বোধন করেন রাবি ভিসি প্রফসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে মোট ২৭টি গবেষণা পুকুর নবায়নের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। প্রকল্পের আওতায় রাজশাহী বিশ^বিদ্যালয়ে ৯টি রাজশাহীর চারঘাট-বাঘা মিলে ৯টি ও বগুড়া সদর উপজেলায় ৯টি পুকুর নবায়নের কাজ শুরু হয়েছে। মৎস্য গবেষণার জন্য এই পদক্ষেপটির সাধুবাদ জানিয়ে বিশ^বিদ্যালয় ভিসি বলেন, মাছের উৎপাদন বাড়াতে পারলে দেশীয় উন্নয়ন সহজ হয়ে যাবে। বিশেষ করে উত্তরাঞ্চলকে পাল্টে দেয়ার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন