সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকের জরিমানা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজন চোখের ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী। জানা গেছে, ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে শাবুদ্দিনের মার্কেটে বিনামূল্যে চোখের চিকিৎসা করা হবে মর্মে একদিন আগেই মাইকে প্রচার করা হয়। বুধবার সকাল থেকে ধামরাই ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের নামের প্যাড ব্যবহার করে আগত রুগীদের চোখের চিকিৎসা ও ব্যবস্থাপত্র  দিতে থাকে মিজানুর রহমান নামের এক নামধারী ডাক্তার। সে মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছয়বাড়িয়া এলাকায় ক্যাম্প করে চোখের চিকিৎসা দিচ্ছে এমন সংবাদ শুনে ধামরাই উপজেলার সরকারী হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন খান ঘটনাস্থলে গিয়ে ওই চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার ডিগ্রি ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে সে কিছুই দেখাতে পারেনি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরে ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন