সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : বর্তমানে সৈয়দপুর শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে হারবাল চিকিৎসা কেন্দ্র। এ চিকিৎসা কেন্দ্রগুলোতে নেই কোন অভিজ্ঞ হাকিম। এরা দোকান খুলে বসে ঝুলিয়েছে বড় বড় সাইন বোর্ড। কোন কোন দোকানে রয়েছে ৪ থেকে ৫টি সাইন বোর্ড। আবার এরা বিভিন্ন রঙের লিফলেট, ব্যানার, ফেস্টুন, ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্থানে। এরা সকল প্রকার রোগের সু-চিকিৎসা দিয়ে থাকে এমন প্রতিশ্রুতি সাইন বোর্ড ও ব্যানারে লেখা হয়। তাছাড়া জটিল ও কঠিন রোগেরও এরা চিকিৎসা করে থাকে গ্যারান্টি দিয়ে। আসলে এদের দ্বারা কোন রোগেই ভাল হয় না। এরা পুরোটাই ভুয়া এবং প্রতারণাকারী। সহজ সরল রোগীদের এরা ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বছর পর বছর ধরে। বিশেষ করে এরা যৌন রোগ নিয়ে বেশি প্রতিশ্রুতি দেয়। এদের দোকানগুলোতে ভারতীয় নানা প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট ও ক্যাপসুল থাকে। ওই সমস্ত ক্ষতিকারক ওষুধ সহজ-সরল রোগীকে দিয়ে এরা জীবন নষ্ট করছে। এ সকল ভুয়া হাকিম তার বাড়িতেও তৈরি করছে ওষুধ। ময়লা-আজর্বনা যুক্ত বড়ি শুকাচ্ছে রাস্তায়। এ সকল দোকান গড়ে ওঠেছে বাস টার্মিনাল এলাকায়, দিনাজপুর রোডে, রংপুর রোডে, রাবেয়া মিলের কাছসহ আরও অনেক স্থানে। তাই সচেতন রোগীরা এদের দোকানগুলোতে ভ্রাম্যমাণ অভিযান দাবি তুলেছে। এদের দোকানগুলোতে অভিযান চালানো হলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং তাদের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে সহজ সরল রোগীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন