শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সভাপতি পদে আওয়ামী লীগ সম্পাদক পদে বিএনপি প্রার্থী বিজয়ী

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৪ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থীত বরিশাল জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি প্রার্থী সৈয়দ ওবায়েদ উল্লাহ-সাজ। অপরদিকে ৪০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) সম্পাদক পদ প্রার্থী মোখলেছুর রহমান বাচ্চু।
তাদের নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ ৩৪৪ ভোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সম্পাদক পদপ্রার্থী মোঃ মামুন-অর-রশীদ ৩৫৩ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার বরিশাল বারের ৮৪০ জন ভোটারের মধ্যে ৭৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। যার মধ্যে ৮টিই জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত বরিশাল জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বাকি তিনটি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এছাড়া নির্বাচন উপ-পরিষদের ৫টি পদের বিপরিতে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত দুটি প্যানেলে ১০ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। যার মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে ৪টি ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে ১টি পদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন