বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : প্রথমবারের মতো নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান, ভাইস চেয়রম্যান প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স না থাকায় আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমানের মনোনয়নপত্র এবং দলীয় মনোনয়নপত্র না থাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলদার আলী ও ফেরদৌস খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপার ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন বেগম ও হুছনা বেগমের মনোয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ৬ মার্চের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাছাইকালে চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু, বিএনপি মনোনিত প্রার্থী ময়নুল হক চৌধুরী, জাপা মনোনিত প্রার্থী শিব্বির আহমদ, এবং বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. গয়াস মিয়া ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত মুক্তা পারভিন ও বিএনপি মনোনিত মুসলিমা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আ’লীগের তিনজনসহ বিভিন্ন কারণে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ৬টি মনোনয়নপত্র বৈধ হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন