সিলেট অফিস : জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে বর্ণাঢ্য আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭। আগামী ৩ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে উৎসবটির উদ্বোধন হবে। পরে ৬ মার্চ সিলেট অংশের উদ্বোধন হবে। সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ২ দিনব্যাপী এ উৎসবে থাকবে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে প্রবাসীদের মিলনমেলায় নানা আয়োজন।
গতকাল (শনিবার) দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক সিলেট উৎসবের আহŸায়ক আবু হোসেন চৌধুরী। লিখিত বক্তব্যে জানানো হয়- ‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বিভাগের সামাজিক সংগঠন হিসেবে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭’ শীর্ষক সম্মেলন ও মিলনমেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ৩ থেকে ৪ মার্চ ঢাকায় এবং ৬ থেকে ৭ মার্চ সিলেটে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রধান পৃষ্টপোষক গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান উপদেষ্টা নাসির এ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন