স্টাফ রিপোর্টার : দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সোয়া ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। আজ রোববার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রেসিডেন্টের নিয়োগকৃত নতুন নির্বাচন কমিশন, চেয়ারপার্সনের মামলার সর্বশেষ অবস্থাসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির নির্বাহী কমিটির মোট ভাইস চেয়ারম্যানের সংখ্যা ৩৫ জন। বৈঠকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আব্দুুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আব্দুুল মান্নান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এডভোকেট আহমেদ আজম খান, এডভোকেট জয়নাল আবেদীন, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সভায় ছিলেন।
এদিকে গতকাল রাতে বিএনপি চেয়ারপার্সনের সাথে সাক্ষাত করেছেন সদ্য কারামুক্ত দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ। বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি শুভেচ্ছা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন