রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদকের ছোবলে নীল বেতাগীর যুব সমাজ

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : মাদক পিছু ছাড়ছে না বেতাগী উপজেলাবাসীর।  ছোবলে নীল হয়ে গেছে যুব সমাজ। এদের কাছে অসহায় স্থানীয়রা। দেড়লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জনপদের সর্বত্র মাদকে ছেঁয়ে গেছে। কোথাও কোথাও চলছে অবাধে ছড়াছড়ি। যুবসমাজের পাশাপাশি কলেজ, স্কুল পড়–য়া শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়েছে। দিন দিন বাড়ছে এদের সংখ্যা। শিশু-কিশোরাও কোননা কোনভাবে জড়িয়ে পড়ছে। এদের গন্তব্য কোথায় বলা মুশকিল। উপজেলা প্রশাসনের তৎপরতা, পুলিশের রেড-অ্যালার্ড, আলোচনা সভা, লেখা-লেখিও হয়েছে। কিšুÍ কোন কিছুতেই কাজে আসছে না। বরং পৌর শহর, প্রত্যন্ত পল্লীতেও অলি-গলি, হাঁট বাজার সবখানে এদের অবাধ বিচরণ। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখ আড়াল করে কতিপয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এদের সখ্যতা রয়েছে। সচেতন মহলের ধারণা যে কারণেই হোক এরা অত্যন্ত প্রভাবশালী, সজাগ ও সর্বদা তাদের নাক-কান খোলা। তাদের রয়েছে ব্যাপক নেটওয়ার্ক। এদের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদের ঘটনা নতুন নয় প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদকারীরা অসহায়। ইতঃপূর্বে উপজেলার ভোলানাথপুর ও পূর্ব বেতাগী গ্রামের প্রতিবাদ করতে যেয়ে অনেকে মামলায় জড়িয়েছেন। তাই গাঁজা ব্যবসায়ীর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত। আবার কখন কোথায় তাদের জড়ানো হয়। উপজেলার ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কম-বেশি সর্বত্র গাঁজাসেবী ও এ ব্যবসায়ীদের নেটওয়ার্ক বিস্তার রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পৌর সভার ১নং ওয়ার্ডের পুরাতন থানা সংলগ্ন বিষখালী নদীরপাড়, ২নং ওয়ার্ডের বাংলালিংক  টাওয়ার, পূর্ব বেতাগী স্লুইজগেট, ৩নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড, মহিলা মাদ্রাসা, ৪নং ওয়ার্ডের পৌর ভবন, বেড়িবাঁধ, বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, বেতাগী ডিগ্রী কলেজ চত্বর, ৭নং ওয়ার্ডের কচুয়া-বেতাগী ফেরিঘাট, বউ বাজার, ৮নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, উপজেলা পরিষদের আবাসিক এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, বেতাগী গালস স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের কালি বাড়ি সংলগ্ন শহর রক্ষা বাঁধ ও উপজেলার গুরুত্বপূর্ণ হাঁট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অরক্ষিত এলাকায় কমবেশি গাঁজা  সেবীদের আঁখড়া বসে। ইতোমধ্যে অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকা থেকে উপজেলা নির্বাহী অফিসার  এলাকা থেকে দুই জনকে হাতেনাতেই ধরে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসার এম,এম মাহমুদুর রহমান জানান, মাদকাসক্তদের কোন ছাড় নয়, তাদের বিষয়ে প্রশাসন জিরো টলয়েন্ট। থানার অফিসার ইনচার্জ  মো. মাহাবুবুর রহমান বলেন, মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন