বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১৪১ পদের ৬৮ পদ শূন্য থাকায় মিলছে না কাক্সিক্ষত চিকিৎসাসেবা

শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য খারাপ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মো. হাবিবুর রহমান হাবীব, শরীয়তপুর থেকে : শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, জাজিরা ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরীয়তপুর সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় ও বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে মঞ্জুরিকৃত ১৪১টি চিকিৎসক পদের মধ্যে ৬৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথিশিয়া, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, সহকারী ডেন্টাল সার্জন ও মেডিকেল অফিসারের ২টি পদ শূন্য রয়েছে। এছাড়া বিলাসপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন জয়নগর উপ-স্বাস্থ্য কেন্দ্র, জাজিরা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, নাওডোবা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও সেনেরচর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথিশিয়া, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ও ২টি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। 

এছাড়া নড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, পÐিতসার উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ এবং জপসা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, বিঝারী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ফতেজঙ্গপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, চরআত্রা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, চামটা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ঘড়িসার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, রাজনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ভূমখাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, মোক্তারের চর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কেদারপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথিশিয়া ও জুনিয়র কনসালটেন্ট মেডিসিন-এর পদ শূন্য রয়েছে। এছাড়া উপজেলার ধানকাঠি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, শিধলকুড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইসলামপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, সিড্যা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ডামুড্যা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও দারুল আমান ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। ভেদরগঞ্জ উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট মেডিসিনের পদ শূন্য রয়েছে। এছাড়াও উপজেলার ছয়গাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রে, মহিষার উপ-স্বাস্থ্য কেন্দ্রে, সখিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ও গাজীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। আর্শিনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে, চরকুমারিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, নারায়ণপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, কাঁচিকাটা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ও ডেন্টাল সার্জনের পদ শূন্য রয়েছে। এছাড়া এই উপজেলার হাটুরিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। গোসাইরহাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও নাগেরপাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট চক্ষু, সিনিয়র কনসালটেন্ট গাইনি, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট প্যাথলজি ও জুনিয়র কনসালটেন্ট গাইনি পদ শুন্য রয়েছে। শরীয়তপুর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথিশিয়া পদ শূন্য রয়েছে। এছাড়া সদর উপজেলার কোয়ারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ও চিকন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। চিতলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও শৌলপাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের পদ শূন্য। এছাড়া শরীয়তপুর সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসারের ১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। শরীয়তপুরের চিকিৎসা বিভাগে চিকিৎসকের শূন্য পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য থাকার ব্যাপারে শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, চিকিৎসকের পদগুলো শূন্য থাকার ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ শফিক হাওলাদার ২০ এপ্রিল, ২০২০, ৪:৫২ পিএম says : 0
আমি শরীয়তপুর জাজিরা উপজেলায় স্থানীয় বাসিন্দা, আমি আমি জাজিরায় ড্রাইভার পোস্টে একটা চাকরি।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন