বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বসন্তকে বরণ করতে দর্শনায় ঘুড়ি উৎসব

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : ঋতুরাজ বসন্তকে বরণ করতে দামুড়হুদা উপজেলার দর্শনায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও আবৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনির্বাণ থিয়েটার, গণউন্নয়ন গ্রন্থাগার ও রামাযুষ ক্লাবের যৌথ আয়োজনে শুরুতেই গত সোমবার বিকেলে দর্শনা মেমনগর বিডি হাইস্কুল মাঠে ঘুড়ি উৎসব ও গানে গানে বসন্তকে বরণ করা হয়। এ উৎসবে নানা বয়সের মানুষ অংশ নেয়। প্রায় অর্ধশতাধিক তরুণ ঘুড়ি উড়িয়ে বাংলার পুরোনো ঐতিহ্য দামাল ছেলেদের ঘুড়ি উড়ানোর কথা মনে করিয়ে দেয়। মাঠে ঘুড়ি উড়ানোর সাথে সাথে বসন্তকে বরণ করতে সংগীত পরিবেশন করেন, ইসরাইল হোসেন খান টিটো ও পলাশ। নানা বয়সের শত শত মানুষ মাঠে উপস্থিত ঘুড়ি উৎসব উপভোগ করেন। এরপর গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন আব্দুল মান্নান, অনির্বাণ থিয়েটারের সদস্য হাসমত কবির, রামাযুষের সভাপতি এম এ ফয়সাল। উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন