বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাজিমের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ঝালখালী গ্রামের দিনমজুর রিকশাচালক মো. হান্নান মিয়া ও গৃহিনী পিয়ারা বেগমের ছেলে মো. সাজিম মিয়া (১)। জন্মের পর থেকেই মাথার ব্রেইন ও ঠোঁটকাটাসহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাবা-মা সন্তানের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করেন এবং ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে সাজিমকে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করান অসহায় পিতা। শিশু হাসপাতালের শিশু স্নায়ুরোগ ও শিশু বিকাশ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তফা মাহবুব তার রোগ নির্ণয় করেন। তিনি জানান, শিগগিরই তার মাথায় অপারেশন করাতে হবে এবং ঠোঁটকাটা রোগের জন্যও অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাতে হবে। তার অপারেশন ও চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৫ লাখ টাকা। ছেলের চিকিৎসায় নিজের সহায়-সম্পদ বিক্রি ও ধার-দেনা করে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে। এমন অবস্থায় শিশু সাজিমের অপারেশনসহ চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য দরিদ্র পরিবারটির নেই। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বাদ, বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করছেন অসহায় বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ
মোসা. পিয়ারা বেগম
হিসাব নং- ১৭২৮৫/৮
জনতা ব্যাংক লিমিটেড, হাতিরদিয়া শাখা,
মনোহরদী, নরসিংদী।
মোবাইল : ০১৭৮২৪৭২৯৩৫

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন