বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিম জালিয়াতি তদন্ত করবে বাংলালিংক

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অসাধু উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম জালিয়াতির ঘটনায় তদন্ত করার কথা জানিয়েছে বাংলালিংক। নীতিমালা মেনে চলার ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকারও কথা জানিয়েছে অপারেটরটি। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ডিস্ট্রিবিউটর এমআর কমিউনিকেশনস্-এর বিরুদ্ধে একাধিক কর্তৃপক্ষের কথিত অসাধু উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম জালিয়াতির ঘটনার কারণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বাংলালিংক অবগত আছে। বাংলালিংক এই ঘটনায় যারপরনাই উদ্বিগ্ন। এই ঘটনা সম্পর্কে বাংলালিংককে আনুষ্ঠানিকভাবে জানানো হলে, ব্যাপারটি সম্পূর্ণভাবে অবগত হওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা দিয়ে কাজ করবে বাংলালিংক। বাংলালিংক কোনো আইন বহির্ভূত কর্মকান্ডের বিষয়ে অবগত নয় এবং গ্রাহক যাচাই/ভেরিফিকেশন-এর ক্ষেত্রে নীতিমালা মেনে চলার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিশ্রæতিবদ্ধ। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে বাংলালিংক ডিস্ট্রিবিউটর এমআর কমিউনিকেশনসের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে এবং পূর্ণাঙ্গ তদন্তের পরে আরো ব্যবস্থা নেয়া হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস্ বলেন, ‘বাংলালিংক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল একটি কোম্পানী যা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে থাকে। বাংলালিংক তার সকল সরবরাহকারী এবং সহযোগীদের কাছ থেকেও একই পর্যায়ের মান নিয়ন্ত্রণ প্রত্যাশা করে এবং তা করতে বিফল হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়।’ তিনি আরো বলেন, ‘বাংলালিংক বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ সমর্থন করে এবং প্রথম থেকেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে সক্রিয় সমর্থন দিয়ে আসছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন