রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পঞ্চগড়ে পাথর উত্তোলনে হুমকির মুখে সড়ক

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : অবৈধভাবে ডিজেলচালিত মেশিনের মাধ্যমে খাসজমি ও নদী-দখল করে পাথর উত্তোলনের ঘটনা অহরহ ঘটলেও এবার মানুষ চলাচলের সরকারি সড়ক তোয়াক্কা না করে পাথর উত্তোলনে মেতে উঠেছে সাতমেরা ইউনিয়নের কাকপাড়া এলাকার মামুন ওরফে আমিনুর ওরফে মানিক নামে এক যুবক। ফলে হুমকির মুখে পড়েছে গ্রামের মেঠোপথের সেই চিরচেনা কাঁচা সড়কটি। সড়ক সংলগ্ন আবাদি জমি থেকে তলদেশ হতে পাথর উত্তোলনের কারণে রাস্তার প্রায় ১০ গজ ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে সড়কটি পাথরের গর্তে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী। সরেজমিন জানা যায়, গভীর গর্ত করে পাথর উত্তোলনের কারণে সাতমেরা ইউনিয়নের কাকপাড়া-মাঝিপাড়া (নতুনহাট) কাঁচা সড়কটি ভেঙে পড়লে দুই পাশের কয়েকটি গ্রামের যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে। বিশেষ করে আক্রান্ত সড়ক থেকে একশ’ গজ দূরে মাঝিপাড়া কমিউনিটি ক্লিনিক। কাকপাড়া এলাকার কোনো গর্ভবতী মাকে ওই ক্লিনিকে দ্রæত সেবা নিতে হলে সড়কের কারণেই অ্যাম্বুলেন্স, ভ্যান কিংবা রিকশায় আসা সম্ভব হবে না। এছাড়াও ক্লিনিক পার্শ্ববর্তী এলাকায় রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ওই এলাকা থেকে প্রায় ৫০ জন ছেলেমেয়ে সাইকেল ও ভ্যানযোগে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। তারাও পাথর উত্তোলন বন্ধের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন