রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জামিনে বেরিয়ে বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ সিকদার হত্যা মামলার বাদী মাসুদের ছোট ভাই জাহিদুল ইসলাম মামুনকে আসামিরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে বড় ভাইয়ের মতো তাকেও প্রাণে শেষ করারও হুমকি দেয় আসামি পক্ষ। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গত ১১ ফেব্রæয়ারি কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। মামলার বাদী জাহিদুল ইসলাম মামুন জানান, হত্যা মামলার এজারভুক্ত ২নং আসামি মিজান সিকদারসহ অন্য আসামিরা জামিনে জেল থেকে বেরিয়ে দ্রæত মামলা তুলে নিতে আমাকে ও পরিবারের লোকজনকে প্রকাশ্যে ও মোবাইলে প্রাণনাশ, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনসহ বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে। বিশেষ করে আসামি মিজান সিকদার (০১৭১৫৬৩৪১০৬ ও ০১৭৩৫২০৪৫৬১) এই মোবাইল নম্বর দিয়ে ক’দিন পর পর আমাকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় চরম নিরাপত্তায় দিন কাটছেন ভাই হত্যা মামলার বাদী জাহিদুল ইসলাম মামুন সিকদার। উল্লেখ্য, ২০১৫ সনের ১০ জুলাই কাঠালিয়ার সাতানী বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ সিকদারকে হত্যা করে দুর্বৃত্তরা। দুই দিন পর বিভিন্ন স্থান থেকে হাত, পা ও মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদের ছোট ভাই জাহিদুল ইসলাম মামুন ১৩ জুলাই রিপন তালুকদার ও মিজান সিকদারসহ ১০ জনের নামে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজারভুক্ত ও সন্দেহভাজন ১২ জন আসামি গ্রেফতার হয়। সবাই বর্তমানে জামিনে রয়েছে। মামলাটি এখন সিআইডি বিভাগে তদন্তাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন