সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিকদের ওপর হামলা ও শ্রেণীকক্ষ ভাঙচুর

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়া উপজেলা রশিদার পাড়া সরকারি প্রাইমারী স্কুল ভবন নির্মাণে চাঁদা না দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাসহ স্কুলের অফিস ক্লাস রুমে হামলা করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের রশিদার পাড়া প্রাইমারী স্কুলের পাশেই ৮০ লক্ষ টাকার একটি স্কুল ভবনের কাজ চলছিল। চরম্বার ইউনিয়নের মাইনুদ্দীন (২৮) নামে এক ব্যক্তি জায়গাটি তাদের বলে দাবি করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেয়ায় গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলা চেয়ারম্যান মাওলানা নুরুল আবচার ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রতিবেশীরা উপস্থিত থেকে স্কুলের কাজ শুরু করলে মাইনুদ্দীন কিরিচ ও লাঠি নিয়ে নিয়ে সদলবলে হামলা করে। এ সময় ভয়ে প্রতিবেশী ও শ্রমিকরা পালিয়ে যায়। এক পর্যায়ে মাইনুদ্দীন ও তার সাঙ্গপাঙ্গরা ক্লাস রুমে ঢুকে ভাঙচুর চালায়। হামলায় উপজেলা চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ মনির হোসেন, প্রতিবেশী নবী হোসেন আহত হন। খবর পেয়ে লোহাগাড়ার থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান ও  উপজেলা ইঞ্জিনিয়ার প্রতিপদ দেওয়ান ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উপস্থিতিতে স্কুল ভবনের কাজ আবার শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন