ইনকিলাব ডেস্ক : পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকার জন্য নতুন নেতা নির্বাচন করেছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে ইয়াহিয়া সিনওয়ারের হাতে গাজার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরাইলবিরোধী প্রতিরোধের বার্তা দিচ্ছে সশস্ত্র এই সংগঠন। হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব কথা জানিয়েছে। খবরে বলা হয়, এখন থেকে হামাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়নে বড় ধরনের ভূমিকা থাকবে সিনওয়ার। নীতিমালা প্রণয়নে নির্বাহী নেতৃত্বের একজন সদস্য হবেন তিনি। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন