শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুর্বৃত্তদের হামলায় নিহত ১ আহত ২

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নৌপুরুরা গ্রামে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের দায়ের কোপে সোহেল মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সে উপজেলার জগদল গ্রামের মনজিল মিয়ার ছেলে। একই ঘটনায় সাদেক মিয়া ও হৃদয় নামে দু’জন গুরুতর আহত হলে তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাদেক মিয়া জগদল গ্রামের মুক্তার হোসেনের ও হৃদয় আতিরা গ্রামের আঃ সালামের ছেলে। জানা যায়, বুধবার রাতে সোহেল, সাদেক ও হৃদয় তিন বন্ধু ওরসের মেলা থেকে বাড়ি ফেরার পথে নৌপুরুরা দীঘিরপাড় ঢেঁকি দড়গা নামক স্থানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তিন বন্ধুকে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন দ্রুত তিন জনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় কর্তৃব্যরত চিকিৎসক সোহেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। হোসেনপুর থানার ওসি মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন