ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের এসিড হামলায় ঝলসে গেছে এক গৃহবধূর সারা শরীরের তৃতীয়াংশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার শেখ নজরুল ইসলাম খানের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) উপর এ হামলা করা হয়। আহত গৃহবধূ তানিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া সৈয়দ বাড়ির মৃত সালাউদ্দিনের মেয়ে। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করে। এ ঘটনায় নিলা বেগম ও তুষার রহমান নামে আরও দু’জন আহত হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নজরুলকে আটক করেছে। আহত তানিয়া আক্তার জানায়, স্বামীর সাথে বিয়ের পর থেকেইে তার বনিবনা হচ্ছিল না। সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারিবারিকভাবে ৪/৫ দিন পূর্বে উভয় পরিবারের লোকজন সমঝোতা করে। তবে কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না। রাতে এশার নামাজ পড়ার জন্য বাথরুম থেকে অযু করে বের হওয়ার পর রান্না ঘরের জানালা দিয়ে কে বা কারা এসিড নিক্ষেপ করে। সদর হাসপাতালের জরুরি বিভাগে গৃহবধূর এলিনা রহমান জানায়, রান্না ঘরের জানালা দিয়ে কেউ একজন এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে তিনিসহ অন্য প্রতিবেশিরা এগিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফায়েজুর রহমান জানান, ক্যামিকেল বার্নের কারণে গৃহবধূর গলা, বাম হাতসহ মুখম-লের এক-তৃতীয়াংশ ঝলসে গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর কলহ চলে আসছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন