মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিংগাইরে জোড়া খুনের ঘটনা: আসামীদের গ্রেফতার ও বিচার দাবি

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিংগাইর গোবিন্ধল গ্রামের বহুল আলোচিত নৃশংস জোড়া খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতার ও ফাঁসি দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে নিহতদের পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গোবিন্ধল গ্রামবাসীর উদ্যোগে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্ধল নতুন বাজার বাসস্ট্যান্ডে সকাল ১০টায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম, পুত্র ইমরান, নিহত টেন্ডল মোল্লার স্ত্রী কমলা বেগম, কন্যা বাছিয়া, ভাগিনা আলমগীর ও স্থানীয় জনপ্রতিনিধি খোরশেদ আলম। বক্তারা নিহত আজিজ ও টেন্ডলের খুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এ দাবি দ্রুত কার্যকর না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচির ঘোষণা দেন নিহতদের স্বজনসহ স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, খুনের সঙ্গে জড়িত এজাহারভুক্ত আসামী জহির উদ্দিনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে হত্যা সংঘটিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে গোবিন্ধল উত্তর পাড়া গ্রামে টাকা পয়সা লেনদেন ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের আজিজ মোল্লা ও টেন্ডল মোল্লাকে খুন করে বোন জামাই সামছুল ও ভাগিনা জাহিদসহ তার আত্মীয়-স্বজনরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন