শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক হামলায় মহিলাসহ আহত ৭

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রæতার জের ধরে পৃথক পৃথক হামলায় মহিলাসহ ৭ জন আহত হয়েছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত মোকছেদ আলী সরকারের ছেলে ইহসান হাজী, তার স্ত্রী শেফালী খাতুন, মেয়ে আসমা খাতুন, একই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রেহেনা খাতুন, তার ছেলে এমরান হোসেন ও আশাদুল ইসলামের ছেলে আসিফ এবং চৌকিবাড়ী পূর্বপাড়া গ্রামের সেনাউল্লাহ্র স্ত্রী আমেনা বেগম। সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ধেরুয়াহাটি গ্রামের ইহসান হাজীর কোন ছেলে সন্তান না থাকায় তার ভাই মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মাসুদ রানা দীর্ঘদিন যাবৎ তার সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদ রানা তার চাচা ইহসান হাজীর বসতঘর দখল করতে বাড়ীঘর ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে ইহসান হাজীসহ তিন মহিলাকে পিটিয়ে আহত করে ভতিজা মাসুদ রানা ও তার লোকজন। এ ঘটনায় গতকাল শুক্রবার ধেরুয়াহাটি গ্রামের মৃত আবু সাইদের ছেলে বাদশা মিয়া বাদী হয়ে মাসুদ রানাসহ ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় অভিযোগ দায়ের করায় অভিযুক্ত মাসুদ রানা পরবর্তীতে ওই বাড়ীতে আবারও হামলা চালিয়ে বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন ও আশাদুল ইসলামের ছেলে আসিফকে বেধরক পিটিয়ে আহত করে। পরে তাদেরকেও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে চৌকিবাড়ী গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে আমেনা বেগম নামের আরেক মহিলাকে রড দিয়ে পিটিয়ে মাথা ফেটে দিয়েছে একই জামাল শেখের ছেলে নূরুন্নবী হোসেন নামের এক যুবক। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই মহিলার স্বামী সোনাউল্লাহ্ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পৃথক মারপিটের ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন