শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেট সিটি করপোরেশন জনপ্রতিনিধিশূন্য করার ষড়যন্ত্র চলছে বিএনপি

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে স্বপদে বহাল দেখতে চায় জেলা ও মহানগর বিএনপি। তাদেরকে কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্তের নিন্দা ও প্রতিবাদও জানানো হয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে। একইসাথে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিলেট সিটি করপোরেশনকে জনপ্রতিনিধিশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে।’
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ।
বিবৃতিতে তারা বলেন, ‘বিনাভোটে নির্বাচিত অবৈধ সরকার জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় পায়। তাই তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হলেই ক্ষমতা প্রয়োগ করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে। দুই কাউন্সিলারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা রাজনৈতিক মামলায় জড়িয়ে বিএনপি সমর্থিত জননন্দিত কাউন্সিলারকে বরখাস্ত করা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে চার্জশিট প্রদানের নামে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। এর মাধ্যমে সিলেটে সিটি করপোরেশনকে জনপ্রতিনিধিশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে জনতার ভোটে বারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি সিসিক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে স্বপদে বহাল করুন। অন্যথায় প্রতিহিংসামূলক রাজনীতি চর্চার জন্য আওয়ামী লীগকে কঠোর মূল্য দিতে হবে।’
প্রসঙ্গত, কাউন্সিলর ফরহাদ ও হাসুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন তারা। ফরহাদ চৌধুরী শামীম সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। অন্যদিকে, দিনার খান হাসু মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন