স্টাফ রিপোর্টার : দক্ষিণ এশিয়ান স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। গতকাল শুক্রবার সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং সাউথ এশিয়ান স্পিকার ফোরামের বর্তমান চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আগামী ১৮-২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ভারতের লোকসভা ও আইপিইউ -এর যৌথ উদ্যোগে ভারতের ইন্দোরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান স্পিকারস সামিট অন এচিভিং দ্য সাসটেইনেবল ডেবলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যকে সামনে নিয়ে এই স্পিকার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যোগদানের জন্য আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপিও একই বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এছাড়া সরকার দলীয় এমপি মো: হাবিবে মিল্লাত স্পিকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উক্ত সম্মেলনে যোগদান করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন