মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : দেশের সকল পৌরসভার প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি। গতকাল শনিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় রাজশাহী বিভাগের ৬১টি পৌরসভা ছাড়াও রংপুর বিভাগের ২৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে ওই সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার হায়দার বাবু ও রংপুর বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। সভায় দেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২মাস থেকে ৫২ মাস পর্যন্ত বকেয়া বেতন ভাতা দ্রæত পরিশোধ করার দাবি জানানো হয়, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন