রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মূর্তি অপসারণের দাবি

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন বলেছেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রীম কোর্টের সামনে গ্রীস দেবীর মূর্তী স্থাপন করা একটি কলঙ্কজনক কাজ। তিনি দাবি করেন, অচিরেই এই মূর্তী অপসারণ করতে হবে। তা নাহলে আন্দোলন করা হবে। ইসলামী ছাত্র আন্দোলন মংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আল-আমীন বলেন, গুটি কয়েক নাস্তিক চায় ধর্ম নিরপেক্ষতার নামে এ দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে। ইশা ছাত্র আন্দোলনের কর্মীরা এ অসৎ উদ্যোশ বাস্তবায়ন হতে দেবেনা। সরকারের কাছে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান। ইসলামী ছাত্র আন্দোলন মংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে গত শুক্রবার সকালে এক ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ২০১৬-১৭ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭-১৮ সেশনের জন্য মংলা উপজেলা শাখার সভাপতি হিসেবে মুঃরিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মুঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মুঃমোঃ আঃআজিজ নোমান এবং পৌর সভাপতি হিসেবে এসএম আল আমিন, সহ-সভাপতি মুঃ রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে মুঃ ওহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন