শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে চিনিকলের আখ বোঝাই গাড়ি থেকে আখ টানতে গিয়ে সাকিব আল হাসান নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের আলসিয়া খানা এলাকার পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকিব ওই এলাকার কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার আগে পঞ্চগড়-আটোয়ারি জেলা সড়ক দিয়ে আখ বোঝাই একটি চলন্ত ট্রলির পেছন থেকে সে একটি আখ টান দিয়ে নিতে যায়। মুহুর্তেই ট্রলিতে ধাক্কা খেয়ে সে পিচঢালা সড়কে পড়ে অচেতনা হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রæত পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার সকালে তার নামাজে জানাযায় পঞ্চগড় চিনিকলের কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। এসময় স্থানীয় লোকজন আখ বোঝাই ট্রলি সন্ধ্যার পর চলাচল করার জন্য চিনিকল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সিয়াম সরদার (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম কমল কুঁড়ি বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও উলাহাটি গ্রামের ফল ব্যবসায়ী জাহিদুল ইসলাম সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাড়ী ফিরছিল সিয়াম। এ সময় উপজেলা পরিষদের সামনের সড়কে পয়সারহাট থেকে গোপালগঞ্জের উদেশ্যে ছেড়ে আসা সুজন-স্বর্না (ঢাকা মেট্রো জ-৬৫৮৮) যাত্রীবাহী লোকাল বাসটি সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে ভিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে। এ দৃশ্য ধারন করতে গেলে পুলিশ সাংবাদিক উত্তেজিত জনতার রোসানলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন