শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নরসিংদীতে ডিজিটাল মেলা

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাল্যকালের পরেই আসে কৈশোর। বাল্যকাল থেকে কৈশোরে পদার্পণের সময়টিকে বলা হয় বয়োসন্ধিকাল। এই বয়োসন্ধিকাল মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সঠিক শিক্ষা, সঠিক জ্ঞানের অভাব এবং প্রতিবেশগত পরিবেশের বৈপরিত্যের কারণে মানুষ ভুল পথে পরিচালিত হয়। বয়োসন্ধিকালে একদিকে তাদের প্রয়োজন স্বাস্থ্য ও সামাজিক বিষয়ে সচেতন করা। অন্যদিকে প্রয়োজন তথ্যপ্রযুক্তি ও ইংরেজী শিক্ষা দিয়ে তাদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। আর এই অভিপ্রায়কে সামনে নিয়ে ‘কৈশোর সুরক্ষায় হবো সচেতন’ শীর্ষক ৩ দিন ব্যাপী এক শিশু কিশোর ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর আমদিয়া ভাটপাড়া এমসিগুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মেলার আয়োজন করে এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম বি.ই.পি ব্র্যাক, নরসিংদী। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুব হাসান শাহীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন