শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাটকাসহ আটক ২

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোহাম্মদ রিগ্যানের নেতৃত্বে কাঁচিকাটা ইউনিয়নের দুলারচরের পদ্মা নদীতে গতকাল রোববার অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। এ সময় জাটকা পরিবহনের দায়ে ইঞ্জিন নৌকার দুই চালকে আটক করে সখিপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
সন্ত্রাসী হামলার বিচার দাবি
ক্যাবল অপারেটরের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুর ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন। গত ৭ ফেব্রæয়ারি রাতে ক্যাবল ব্যবসায়ী মাসুদুর রহমানকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল রোববার শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য ও শরীয়তপুর শাখার উপদেষ্টা মোঃ হারুন অর রশীদ, শরীয়তপুর শাখার সভাপতি মোঃ রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আহমেদ জুলহাস, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জাল সরদার, জাজিরা উপজেলা সভাপতি মোঃ আলতাফ হোসেন সরদার, নড়িয়া উপজেলা সভাপতি লিটন লস্কর প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন