সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা : উজিরপুর মডেল থানায় কর্তৃক সন্ত্রাস, জঙ্গি ও মাদক মুক্ত উজিরপুর গড়তে গত শনিবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিল উজিরপুর উজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদরাসা, ১৩টি কলেজের শিক্ষক ও উপজেলার পরিষদের সদস্যরা। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন। সভায় সভাপতিত্ব¡ করেন বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান। সহকারী পুলিশ সুপার (উজিরপুর-সার্কেল) মো. শাহব উদ্দিন ও উজিরপুর থানার ওসি মো. গোলাম সরোয়ারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, উজিরপুর উপজেলা সহকারি ভ‚মি (ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) মো. মাসুদুল আলম, আ.লীগ নেতা অধ্যাপক এসএম জামাল হোসেন, আ. মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, অপূর্ব কুমার বাইন রন্টু ও সীমা রানী শিল, মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন, অধ্যক্ষ নুরুল হক আজহারী, অধ্যক্ষ মো. তৌহিদুল ও অধ্যক্ষ মো. গোলাম মোর্শেদ তালুকদার, প্রধান শিক্ষক মো. শাহ আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন